জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ৫ নভেম্বর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ৫ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ, পেঁয়াজ, গম, বাদাম ও মসুর বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণকালে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, এডিডি (শস্য) এএলএম রেজুয়ান, এসিল্যান্ড আসমা উল হুসনা , উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। চলতি রবি মওসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে বিনামূল্যে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি বিতরণ করা হয়। এছাড়াও ২৫০ জন কৃষককে পেঁয়াজ, মসুর, বাদাম ও গমের বীজ ও সার বিতরণ করা হয়।
বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ
