জামালপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল বুধবার ৫ নভেম্বর শহরের পুরাতন বাইপাস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান থাকলেও অনেক সময় অভিযুক্তদের শাস্তি তুলনামূলক কম নির্ধারণ করে থাকেন বিচার বিভাগ। যার ফলে প্রায়ই ধর্ষণের মতো ঘটনা ঘটতে দেখা যায়। এসময় ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ধর্ষক সিদ্দিকুর রহমান সিদ্দিকের ফাঁসি এবং নারীদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
জানা যায়, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দুপুরে জামালপুর পৌরশহরের দরিপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে প্রতিবেশী সিদ্দিকুর রহমান সিদ্দিক জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিভিন্ন তথ্যপ্রযুক্তির ব্যবহার ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার বউবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।