শেরপুরের তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শনিবার সকালে গজনী অবকাশ কেন্দ্রে শেরপুর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা সভা করেছেন। উপজেলা ট্রাইবেল ওয়েল ফেয়ারের চেয়ারম্যান নবেশ খুকশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলার তিন আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, অসিম ¤্রং, জীবন চক্রবর্তী, গোপাল দাস সহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। আদিবাসীদের সমস্যা তুলে ধরে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে তারা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন বিএনপি আদিবাসীদের পাশে অতীতেও ছিল এবারও সরকার গঠন করতে পারলে আদিবাসীদের নিয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে সকল কার্যক্রম হাতে নেয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গারো, হাজং, কোচ, বর্মন, সনাতন ধর্মের জাতিদের জীবন মান উন্নয়নে বিএনপি সকল প্রকার কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন এবং অতিথিদেরকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন আদিবাসী নেতা নেত্রীরা।