খাদেমুল ইসলাম :জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাথে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে পরিচিতি ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার সকালে এম. রশিদুজ্জামান মিল্লাতের বাস ভবনে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি মনোনয়ন প্রাপ্তিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারক মহল কে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী নির্বাচন খুব কঠিন হবে জানিয়ে তিনি বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো- এভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে যেভাবে দিনের ভোট রাতে হয়েছে এ ভাবে আর কখনও নির্বাচন হবে না। তাই উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও বিএনপির নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জয় করতে হবে মানুষের মন। এম. রশিদুজ্জামান মিল্লাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে জয়ী করার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে কাজ করে যেতে হবে এসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও পৌর সভার বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উপদেষ্টা মন্ডলীর আহবায়ক সহ সকল সম্মানিত উপদেষ্টা সদস্য।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাথে এম. রশিদুজ্জামান মিল্লাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত
