রৌমারীতে ৪ একর জমিতে সরিষা ও মসুর ডাল প্রদর্শনীতে সার বীজ বিতরণ

Exif_JPEG_420

রৌমারী সংবাদদাতা ; রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নে ৪ নং ব্লক নতুনবন্দর ও চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা ব্লকে ৪ একর জমিতে বারি সরিষা ১৭’র ও মসুর ডাল প্রদর্শনীতে সার বীজ ও সাইন বোর্ড বিতরন করলেন উপজেলা কৃষিবীদ আব্দুল কাইউম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা কার্যালয়ের সামন থেকে এ বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারি আবুল হাশেম ও আশরাফুল ইসলাম আঙ্গুর মিয়াসহ স্থানীয় কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরিষা প্রদর্শনী হলো সরকারি ভাবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উন্নত জাতের সরিষা ও আধুনিক পদ্ধতি সম্পর্কে শেখানোর জন্য একটি প্রদর্শনী মুলক কার্যক্রম। এই কর্মসূচীর আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ সার এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়। যাতে তারা উন্নত ফসল পেতে পারে। অনেক আগে থেকেই কৃষি প্রদর্শনী দেয়া হতো এবং আজও ২ টি ইউনিয়নে ৪ একর জমির জন্য সরিষা ও মসুর ডাল প্রদর্শনীর জন্য দেয়া হচ্ছে। এই প্রদর্শনী গুলো কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কৃষকদের সহায়তা করেন।