শ্রীলঙ্কান ক্রিকেটারদের সুরক্ষায় সেনা মোতায়েন করল পাকিস্তান

সফররত শ্রীলঙ্কার ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী আজ বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভবনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়ে বলেছেন, “আমাদের সেনাপ্রধানের সঙ্গে সম্প্রতি শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা তেন্নাকুনের ফোনালাপ হয়েছে। সেনাপ্রধান তাকে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ যত্নশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী, এখন থেকে (সফররত) শ্রীলঙ্কান ক্রিকেট টিমের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আমাদের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা।”  

গত ১১ নভেম্বর মঙ্গলবার ইসলামাবাদের জেলা আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘেটে। এতে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। আহতদের অনেকের অবস্থা গুরুতর। পাকিস্তানের নিষিদ্ধ কট্টর ইসলাপন্থি সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

এই হামলাটি ছিল দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানের রাজধানীতে ঘটা প্রথম কোনো সন্ত্রাসী হামলা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডসূত্রে জানা গেছে, মঙ্গলবারের হামলার পর অনেক ক্রিকেট টিমের অনেক খেলোয়াড় দেশে ফিরে আসার অনুমতি চেয়েছিলেন।

তবে গতকাল দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকে টেলিফোন করে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। পার্লামেন্টে সে তথ্যও জানিয়েছেন মোহসিন নাকভী।

“শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাদের টিমের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণীত করেছেন”, বলেছেন মোহসিন নাকভী।