মো. জুলফিকার আলম ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জামালপুর জেলা শাখার সাবেক আমীর ও জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন ২০২৪ এর ছাত্রজনতার রক্ত ও জীরনের বিনিময়ে পাওয়া আজকের বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও দেশের গনতান্ত্রিক ধারার স্থায়িত্বের জন্যে জুলাই সনদ বাস্তবায়নই এখন জনগণের প্রধান আকাঙ্খা। কাজেই অবিলম্বে গণভোটের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি ১১ নভেম্বর মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ করার সময় চেংটিমারি,পাথরের চর, কুমারেরচর, বাঘারচর, মাখনের চর ও কাউনিয়ারচর বাজার, জোয়ানের চর টুক মাথা, চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভা এবং ওঠান বৈঠকে এ সব কথা বলেন। তিনি বলেন ছাত্রজনতার রক্ত, ত্যগ ও জীবনের বিনিময়ে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত আজকের বাংলাদেশে পুরাতন ধারার রাজনীতি চলবে না, সংস্কার করে জনবান্ধব গনতান্ত্রিক রাজনৈতিক ধারা গ্রহণ করতে হবে। এক দলীয় বা এক ব্যক্তির রাজত্ব খতম করে জনগণের অংশ গ্রহনমুলক রাজনীতি চালু করতে হবে,এ জন্যে ইসলামের ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে হবে, আর তা অর্জনের জন্যে রাজনৈতিক দল সমুহের স্বাক্ষরকৃত জুলাই সনদের আইনী ভিত্তি দিতে অবিলম্বে গণভোট করে সে সনদ বাস্তবায়ন করতে হবে। নাজমুল হক সাঈদী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত বিভিন্ন ইউনিয়নের বাজার ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসম্পৃক্ত স্থানে গনসংযোগ করে যাচ্ছেন। গনসংযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে তিনি আজ এ সব পথসভা ও ওঠান বৈঠক করেন। এ সময় তাঁর সাথে ডাংধরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ঈমান আলী, সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের অন্যতম নেতা হাজী রাসেল মাহমুদসহ স্থানীয় জামায়াত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নই জনগণের আকাঙ্খা
