ইসলামপুর সংবাদদাতা ; আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফারহাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার ইসলামপুর সরকারি কলেজ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফারহাদ,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ বুলবুল প্রমূখ বক্তব্য রাখেন।
অপর দিকে লকডাউন প্রতিহত করতে বিএনপির চেয়ারপার্সন উপদেস্টা এ এস এম আব্দুল হালিমের নির্দেশে হালিম সচিব গ্রুপ সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
আওয়ামী লীগের লক ডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
