জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস মানববন্ধন

oplus_0

সাদিক মাহমুদ অর্প : জামালপুর সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজনে গতকাল শনিবার ১৫ নভেম্বর শহরের পিটিআই সামনে জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস মানববন্ধন করেন। জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, এসপিকে এর সদস্য দেওয়ান আব্দুল মালেক, কলামিস্ট মোঃ মশিউল আলম বাবলু, বাংলাদেশ মানবতা ফোরাম এর চেয়ারম্যান এম এইচ মজনু মোল্লা। মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ভাসানী অনুসারী পরিষদের জামালপুর ৪ আসনের এমপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আমির উদ্দিন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর বিভিন্ন যুব গ্র“পের যুবক-যুবতীরা। মানববন্ধনের সঞ্চালনা করেন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।