ইসলামপুর সংবাদদাতা : বর্তমান ফসল বিন্যাস পর্যালোচনা করে জলবায়ু সহনশীল নতুন শস্য বিন্যাস প্রণয়নের লক্ষ্যে ইসলামপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৯ নভেম্বর দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের হলরুমে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্র“ভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উঅঊ), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (ঝজউও), প্রাইভেট কোম্পানির প্রতিনিধি, কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা এবং উৎপাদক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, সহকারী উপ-পরিচালক (শস্য) এ.এল.এম রেজুয়ান, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খ.ম. মোর্শেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, ওয়ার্ল্ড ভিশন জেসমিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার চ্যাটার্জী, এগ্রিকালচার স্পেশালিস্ট ড.পরিমল সরকার, উন্নয়ন সংঘের উপ নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা এবং পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল প্রমুখ।
বক্তারা জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় কৃষি উৎপাদন আরও টেকসই করণে বর্তমান ফসল বিন্যাস পর্যালোচনা করে এলাকার জন্য উপযোগী জলবায়ু সহনশীল নতুন ফসল বিন্যাস প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
টেকসই কৃষি নিশ্চিত করতে ইসলামপুরে শস্য বিন্যাস উন্নয়ন কর্মশালা
