এম.এ হাই : জামালপুরের, মেলান্দহ উপজেলা কৃষি অফিস চত্বর থেকে মিষ্টি আলোর কাটিং ও কীটনাশকসহ সার বিতরণ। গত ১৯ নভেম্বর বুধবার বিকেলে মিষ্টি আলোর কাটিং ও কীটনাশকসহ সার বিতরণ করেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১জন প্রান্তিক কৃষকদের মাঝে উপরে উল্লেখিত মিষ্টি আলোর কাটিং, কীটনাশকসহ সার বিতরণের সময় উপসহকারী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
মেলান্দহে কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রদর্শনীর কৃষকদের মাঝে মিষ্টি আলোর কাটিং, কীটনাশক ও সার বিতরণ
