মেলান্দহে কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রদর্শনীর কৃষকদের মাঝে মিষ্টি আলোর কাটিং, কীটনাশক ও সার বিতরণ

এম.এ হাই : জামালপুরের, মেলান্দহ উপজেলা কৃষি অফিস চত্বর থেকে মিষ্টি আলোর কাটিং ও কীটনাশকসহ সার বিতরণ। গত ১৯ নভেম্বর বুধবার বিকেলে মিষ্টি আলোর কাটিং ও কীটনাশকসহ সার বিতরণ করেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১জন প্রান্তিক কৃষকদের মাঝে উপরে উল্লেখিত মিষ্টি আলোর কাটিং, কীটনাশকসহ সার বিতরণের সময় উপসহকারী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।