দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে বিএনপি জামায়াতের পর স্বতন্ত্র প্রার্থীর আত্ম প্রকাশ

খাদেমুল ইসলাম,জামালপুর-১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য পদ প্রার্থীরা মনোনয়ন লাভের পর মোঃ আব্দুর রউফ তালুকদার নামে একজন স্বতন্ত্র এমপি প্রার্থী আনুষ্ঠানিকভাবে আত্ম প্রকাশ করেছেন। তিনি জেলার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন লাভ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মাওলানা মোঃ নাজমুল হক সাঈদী। বিএনপি ও জামায়াত প্রার্থীরা অনেক দিন ধরেই নির্বাচনী এলাকায় সভা সমাবেশ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পরিকল্পনা করার পাশাপাশি দু উপজেলার বিভিন্ন স্থানে ভোটার ও জনগণের কাছে দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছেন। সেই সাথে তারা নির্বাচিত হলে পরে এলাকার কি কি উন্নয়ন কর্মকান্ড করবেন তাও বলে বেড়াচ্ছেন। স্থানীয় সাংবাদিকের সাথেও মতবিনিময় করেছেন দু সম্ভাব্য প্রার্থী। ১৯ নভেম্বর বুধবার জামালপুর-১ আসনের বকশীগঞ্জ উপজেলা সদরে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র এমপি পদ প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করেছেন মোঃ আব্দুর রউফ তালুকদার। জামালপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিসাব নিকাশ ও সমীকরণ ক্রমে পাল্টে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের আত্ম প্রকাশও হতে পারে আগামীতে। এ আসনে বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা অধিক বলে জানা গেছে।