দেওয়ানগঞ্জ প্রতিনিধি ; জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে তরফদার হজ্জ গ্রুপের আয়োজনে পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বেলা ১১টায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বয়ড়া পাড়া তরফদার হজ্জ গ্রুপের পরিচালক বাবুল তরফদারের বাড়িতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মো: আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক কনওয়ে ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ লি:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান কনওয়ে ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ লি:। আগত হাজী ও হজ্জে যাওয়ার আগ্রহীদের হজ্জের সকল নিয়ম কানুন পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়া হয়। সেই সাথে তরফদার হজ্জ গ্রুপের পক্ষে হজ্জের ৩টি প্যাকেজ সম্পর্কে আলোচনা করেন।
দেওয়ানগঞ্জে পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
