রৌমারীতে কুড়িগ্রাম নাট্য সংঘের শাখা অফিস উদ্বোধন

রৌমারী সংবাদদাতা : যাত্রা আমাদের ঐতিহ্য, যাত্রার জন্য চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা” এই প্রতিপাদ্যের উপর কুড়িগ্রাম নাট্য সংঘের শাখা অফিস কার্যালয়, শুভ উদ্বোধন করা হয়।
গতকাল ২২ নভেম্বর শনিবার সন্ধা ৭ টায় চর শৌলমারী বাজার সংলগ্ন স্থানে কুড়িগ্রাম নাট্য সংঘের সভাপতি আজিজুল হক আজিবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জল কুমার হালদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেলিম মালিক অফিসার ইনচার্জ রৌমারী থানা, শহিদুল ইসলাম কৃষি উপসহকারি কর্মকর্তা ও কার্যকরি সদস্য যাত্রা উন্নয়ন পরিষদ কুড়িগ্রাম, ইউপি চেয়ারম্যানের পক্ষে হাকিমুল ইসলাম হিসাব রক্ষক ইউনিয়ন পরিষদ চর শৌলমারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খলিলুর রহমান সাধারণ সম্পাদক কুড়িগ্রাম নাট্য সংঘ
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন, আমি একজন সংস্কৃতিমনা ব্যক্তি, স্কুল জীবনে আমি অভিনয়ের সাথে য্ক্তু ছিলাম।
তিনি আরো বলেন, একসময় শহর বা গ্রামে রাতভর মঞ্চস্থ হতো যাত্রাপালা। দূর–দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাত তাদের প্রিয় শিল্পীদের অভিনয় দেখার জন্য। এখন মোবাইল, সিনেমা, টেলিভিশনের কল্যাণে বিনোদনের রূপ পাল্টেছে। যাত্রা আমাদের লোকজ সংস্কৃতির মূল্যবান সম্পদ। এই যাত্রা শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ের অধিকতর পৃষ্ঠপোষকতা। আপনারা এগিয়ে যান, আমার সুযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।