দেওয়ানগঞ্জ সংবাদদাতা ; ‘মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন, অধিক ফসল ঘরে তুলুন’-এ স্লোগানকে সামনে রেখে রোববার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসে এমএসটি এল এর মাধ্যমে প্রস্তুতকৃত সার, সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে দিনব্যাপি কৃষক প্রতিষ্ঠণ অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক গবেষনাগার এসআরডিআই, জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ. খ. ম. মুর্শেদুর রহমান। টিমলিডার ড. রাফেজা বেগমের সঞ্চালায় আরও উপস্থিত ছিলেন. টিম সদস্য মিলন ও লুৎফুন হাসান। বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মদন মোহন ঘোষ প্রমুখ।
‘মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন, অধিক ফসল ঘরে তুলুন’-এ স্লোগানকে সামনে এমএসটিএল ব্রহ্মপুত্র, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার ৫টি উপজেলায় এ কর্মসূচী পালন করছে।
মূখ্য আলোচক ড. হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন. মাটি পরীক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষকের দোরগোড়ায় মৃত্তিকা সেবা পৌছে দেওয়ার জন্য এ কর্মসূচীর আচরণ করা হয়েছে। তিনি আরও বলেন. সার ব্যবস্থা আইন ২০০৬ এর ধারা অনুযায়ী যেকোন বিনির্দেশ বহিঃভূত সার কাঙ্খিত পুষ্টি উৎপাদনের চেয়ে কম অথবা নি¤œমানের পুষ্টি উপাদান সমৃদ্ধ সারে এমন কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি যা উদ্ভিদ প্রাণির জন্য ক্ষতি এমন সারকে ভেজাল সার বলে।
প্রশিক্ষন শেষে এমএসটিএল ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রস্তুতকৃত ৬২টি সার সুপারিশ কার্ড কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
ভেজাল সার সনাক্তকরন বিষয়ে দেওয়ানগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও সুপারিশ কার্ড বিতরণ
