টিনসেট ভবন ধসে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলার কিসামত জাল্লা বাজারিপাড়া এলাকার মমিন শেখের ছেলে রূপক শেখ (২৮) টিনসেট নির্মাণের একটি ভবন ধসে পড়ে মারা গেছেন। গত শনিবার বিকেলে শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডুবারচর হাই স্কুলে ক্রিকেট ফাইনাল ম্যাচ চলাকালে অসংখ্য দর্শক খেলা দেখার জন্য টিনসেট ভবনটির চালে উঠে পড়েন। অতিরিক্ত ভিড় ও ওজনের চাপ সহ্য করতে না পেরে হঠাৎই ভবনের চাল ভেঙে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা এবং উপরে থেকে পড়ে যাওয়া বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ইসলামপুর সরকারি নেকজাহান উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী রূপক শেখকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। রোববার বাদ জোহর পুরাতন মার্কাস মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন বেদনাদায়ক ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।