নিজস্ব সংবাদদাতা : গত ২৪ নভেম্বর জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী ইসলামপুর উপজেলা পরিদর্শন করেন। এরই অংশ হিসেবে তিনি ইসলামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ইসলামপুর এর আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ৫জন ভিক্ষুকের মাঝে মনোহারী সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ইসলামপুর উপজেলাস্থ জামালপুরের সম্ভাবনাময় জিআই পণ্য কাঁসার তৈরী তৈজসপত্র প্রস্তুতের কয়েকটি স্থান পরিদর্শন করেন এবং পণ্যটির জিআই মর্যাদা অর্জনে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্র“তি জ্ঞাপন করেন।
ইসলামপুর উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী
