নির্বাচিত হলে পুরান ঢাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ।
বুধবার (২৬ নভেম্বর) জামায়াতে ইসলামী চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে ঢাকা-৭ সংসদীয় এলাকার বড় কাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে রাজনীতি করে না, জনগণের কল্যাণে রাজনীতি করে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে আবারও দুর্নীতিবাজরা লুটপাট করবে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ-চোরদের হাতে ক্ষমতা গেলে তারা দেশকে আবারও দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ান করবে। গরিবের রিলিফের চাল খেয়ে ফেলবে, উন্নয়ন বরাদ্দের টাকা মেরে দেবে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেবে, যাতে ক্ষমতা চলে গেলে বিদেশে বসে বিলাসী জীবনযাপন করতে পারে।
হাজী এনায়েত উল্লাহ বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকের নাগরিক জান ও মালের নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তাই আগামী নির্বাচনে পুরাতন ব্যবস্থাকে বয়কট করে নতুন বাংলাদেশ গড়তে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সারাদেশের ন্যায় ঢাকা-৭ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াত। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৭ আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে।
