নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি অনিয়মের অভিযোগ এবং অপসারণ দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও অভিভাবক’রা।
গতকাল মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান, হাবিবুর রহমান,মেহেদী হাসান, ইসরাত আক্তার,রাইসা আক্তার সহ আরো অনেকে। এ সময় বক্তারা, প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে তার দ্রুত অপসারণ দাবী করেন। বিক্ষুদ্ধ অভিভাবক’রা জানান, প্রধান শিক্ষক হারুনুর রশিদের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিগত কয়েক বছরে ৬জন সহকারী শিক্ষক কে নিয়ম বহিভূর্ত বহিষ্কার করেন। খোজ নিয়ে জানা গেছে বিদ্যালয়টি বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। ১৯৯৬ সালে স্থাপিত হলেও ২০০১ সালে বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়। প্রধান শিক্ষক হারুন রশিদ ১৯৯৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে সিনিয়র শিক্ষকদের পাশ কাটিয়ে ২০১৩ সালে প্রধান শিক্ষকের চেয়ার ভাগিয়ে নেন হারুনুর রশিদ। বিদ্যালয়ের অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করায় ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে সহকারী শিক্ষক ইসমাইল হোসেন কে বহিস্কার করেন। একে একে বহিস্কার করেন সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান, নুরুন্নাহার বেগম, ছলিমুল্লাহ জামালী ও মাহবুবুর রহমান সহ আরো এক শিক্ষককে। ইতিমধ্যে সহকারী শিক্ষক ইসমাইল হোসেন বহিস্কারদেশ প্রত্যাহারের জন্য মামলা করেছেন।