Tuesday, May 21, 2024
Homeআন্তর্জাতিকএনায়েত খান মহিলা কলেজের সম্মানিত সকল দাতা সদস্য, আজীবন সদস্য, স্টুডেন্ট স্পন্সর...

এনায়েত খান মহিলা কলেজের সম্মানিত সকল দাতা সদস্য, আজীবন সদস্য, স্টুডেন্ট স্পন্সর ও স্হায়ী সদস্যদের সম্মানে এক মিলন মেলা ও ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখছে, দেশের নারী শিক্ষার প্রসারে আরো উন্নয়নের লক্ষ্য নিয়ে গত রবিবার ২৮শে এপ্রিল ২০২৪ইং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে বাংলাদেশের নবীগঞ্জ পৌরসভা এলাকায় স্হাপিত এনায়েত খান মহিলা কলেজের সম্মানিত সকল দাতা সদস্য, আজীবন সদস্য, স্টুডেন্ট স্পন্সর ও স্হায়ী সদস্যদের সম্মানে এক মিলন মেলা ও ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিশেষ ফান্ড রেইজিং পর্বে এ পর্যন্ত কলেজের জন্য প্রায় অর্ধ কোটি টাকা সংগ্রহ করা হয় বলে জানা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য বিশিষ্ট বাবসায়ী কমিউনিটি বাক্তিত্ব মোতাহের চৌধুরী (মুজাহিদ)।  এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কমিউনিটি সংগঠক শিক্ষানুরাগী এনায়েত খান সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানান।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন দাতা সদস্য কামরুল হাসান চৌধুরী। মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল ও জনপ্রিয় উপস্হাপিকা মেঘনা মিনারা উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এম,পি, রাজনৈতিক বাক্তিত্ব এম, এ, মুনিম চৌধুরী (বাবু) । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাতা সদস্য  ফ্রিমান অব দি সিটি অব লন্ডন খেতাবপ্রাপ্ত নবীগন্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি মাহতাব মিয়া, নবীগন্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান দাতা সদস্য ফয়জুর রহমান চৌধুরী এমবিই । গ্রেটার সিলেট  ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ, কে, এর চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান । বিবিসিসি র সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ।  যুক্তরাজ্য নবীগন্জ এডুকেশন ট্রাস্টের  প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ (ছোটন), কলেজের দাতা সদস্য মোহাম্মদ ইছবাহ উদ্দিন,  ক্লাস রোম  দাতা  আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন, মানিক মিয়া, আজীবন সদস্য আব্দুস শহীদ, নওশের খান, এনটিভি র প্রেজেন্টার শাহ মুবশির আলি, মোঃ হাদিছ মিয়া, নেট সহ সভাপতি শাহ আলি হায়দার, সায়েন্স রুমের ভিতরের কাজগুলো সম্পন্ন করবেন ডি, ইউ, ডি, এ,  সেক্রেটারি শেখ শামিম আহমেদ, রোম দাতা মোঃ মামুন চৌধুরী, শেখ শামিম আহমেদ, ফখর উদ্দিন আহমেদ, মোহাম্মদ খোয়াজ আলী খান, বর্তমান এনইটি, সেক্রেটারী আব্দুল হাই, জিএলএনডব্লিউ, সেক্রেটারী তোফাজ্জল চৌধুরী তুহিন, মোঃ ফখরু উদ্দিন চৌধুরী, ওসি মিয়া পাঠান, আতিকুর রহমান লিটন,লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আসিদ আলি, এখলাছুর রহমান খান ফারুক, শামিম আহমেদ, রুম দাতা মোতাহার চৌধুরী মুজাহিদ, মিজানূর রহমান, কাউন্সিলার ফরহাদ চৌধুরী,  কাউন্সিলার মোহাম্মদ ইসলাম, নুর বেগম, সৈয়দা নাসিমা, রানু মিয়া,আব্দুল করিম, মোহাম্মদ শরীফ, হিফজুর রহমান,মানসফিল্ড মসজিদের সভাপতি মোতাহের চৌধুরী, ইলাল চৌধুরী দুলাল,  দিলাল চৌধুরী (রিপন) আওতাদ হোসেন চৌধুরী, এবাদুর রহমান, জুবেদুর রহমান, শেফায়েত খান, এখলাছুর রহমান পাক্কু, জাহেদুর রহমান, জুয়েল চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুল বাছিত চৌধুরী, মোহাম্মদ মামুন চৌধুরী, ইজবাহ উদ্দিন আহমেদ,  মির্জা আওলাদ বেগ,আবু সালেহ রিপন, মোহাম্মদ আংগুর মিয়া, আবদাল হোসেন চৌধুরী, সুফি সোহেল আহমেদ,  জিলু মিয়া, মতব্বির মিয়া হোসেইন, ফয়জুল হক (লালা) ,মনজুর আহমেদ লিটন, মহিব উল্লাহ আবু তালেব, শাহ ফয়েজ,আবির চৌধুরী তোরন,তুহিন চৌধুরী, শ্যামল সরকার, আওলাদ চৌধুরী, ইসহাক চৌধুরী, মাহফুজ খান, ফাওয়াজ খান, নাহিয়ান চৌধুরী, হাফিজ নাহমাদ মিছবাহ, মোহাম্মদ ইকবাল, সাইফুর খান,ফয়জুল হক,আজমল হোসেন,জিলু রহমান, মহিবুর রহমান, সেলিম খান,আংগুর মিয়া,এ ,মুহিত বক্কর,  ইকবাল খান, মহিউদ্দিন আহমেদ সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত মহিলা কলেজের অনেক দাতা সদস্যরা যোগ দেন।

পরিশেষে জুবেদুর রহমান উনার বড় ভাই জনাব এবাদুর রহমান ও মাসুদুর রহমানের আজীবন সদস্য পদের জন্য ২ লাখ টাকার চেক প্রদান করেন, আব্দুল বাছিত ১ লাখ টাকার চেক প্রদান করেন ও আরো কিছু দাতা সদস্য ফাউন্ডার এনায়েত খানের হাতে কলেজের জন্য অর্থ দানের প্রতিশ্রুতি দেন।

উপস্হিত সকলকে কলেজ পরিচালনা পরিষদ এর পক্ষ থেকে বিশেষ করে কলেজের প্রিন্সিপাল নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রফেসর তোফাজ্জল ইসলাম চৌধুরীর পক্ষে সবাইকে অভিনন্দন জানানো হয়। সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।

উল্লেখ্য এই অনুষ্ঠান উপলক্ষে এক বিশেষ স্মরনিকা প্রকাশ করা হয়।

এতে -এনায়েত খান মহিলা কলেজের সফলতা কামনা করে বাণী দিয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান এমপি । বর্তমান সংসদ সদস্য আমাতুল কিবরিয়া  চৌধুরী (কেয়া) সাবেক সচিবদ্বয় মাহমুদা আক্তার মিনা,  কবিরুল ইজদানী খান, এনায়েত খান মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। ব্যারিষ্ঠার আতাউর রহমান,মোজাহিদ মিয়া, নেহার মিয়া, মোঃ হাদিছ মিয়া, ফয়জুর রহমান এমবিই, মাহতাব মিয়া, এ ,কে, আজাদ ছোটন সহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

Most Popular

Recent Comments