Monday, May 20, 2024
Homeআন্তর্জাতিকগাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান

গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান

গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা নিয়ে কুয়েতের আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মিলিত হন তারা।  দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি তুরস্ক-কুয়েত সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হয় বলে ডেইলি সাবাহ জানিয়েছে।  

খবরে বলা হয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতে কুয়েতের শাসকের এই সফর সাত বছরের মধ্যে উপসাগরীয় দেশটির আমির পর্যায়ের প্রথম সফর।

এ সময় এরদোগান বলেন, ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, এই অবস্থান ফিলিস্তিনিদের দাবিকে শক্তিশালী করবে। 

তিনি উল্লেখ করেন যে, তুরস্ক ৭ অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে। এ সময় এরদোগান দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আঙ্কারার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

Most Popular

Recent Comments