Sunday, May 19, 2024
Homeশেরপুরগারো পাহাড়ে দুর্লভ প্রজাতির ‘হগ ব্যাজার’ অবমুক্ত

গারো পাহাড়ে দুর্লভ প্রজাতির ‘হগ ব্যাজার’ অবমুক্ত

শেরপুর সংবাদদাতা :শেরপুর পৌর এলাকার দীঘারপাড় মহল্লা থেকে দুর্লভ প্রজাতির প্রাণী ‘হগ ব্যাজার’ স্থানীয় ভাষায় গোর খোদক বা বালি খোদক শূকর উদ্ধার করেছে জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে প্রাণীটিকে গারো পাহাড়ের গভীর বনভূমিতে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের দিঘার পাড় মহল্লায় লাল মিয়া তার জমিতে দুর্লভ প্রজাতির এ প্রাণীটিকে দেখতে পায়। অদ্ভূত প্রাণীটি দেখে লাল মিয়া আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে তারা এসে প্রাণীটিকে শিকল দিয়ে বেঁেধ রেখে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে খবর দেয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন এসে প্রাণীটি উদ্ধার করে শনিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকার রাংটিয়া রেঞ্জের গজনী বনে অবমুক্ত করে দেন।
এ সময় শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বন প্রহরী আবু হানিফ, রাংটিয়া রেঞ্জের বন প্রহরী জিয়াউর রহমান, আবদুল হান্নান ও মনির হোসেন উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments