Saturday, May 18, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে ধানকাটা শুরু কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত

ঝিনাইগাতীতে ধানকাটা শুরু কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বোরো ফসলের ধানকাটা শুরু হলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এবার উপজেলার বোরো ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ধানের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে মাঠে ধান কাটছে শ্রমিকরা। নিন্ম অঞ্চলের ধানকাটা শেষ হলেও উচু এলাকায় ধানকাটা শুরু হয়েছে। ইতিমধ্যই ৪০ পার্সেন্ট ধানকাটা শেষ হয়েছে বাকি অংশ ১৫ দিনের মধ্যেই ধানকাটা শেষ হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। এক মন ধানের মূল্য বাজারে ৯৫০ থেকে ১০০০ হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে অপর দিকে একজন শ্রমিককে দিন হাজিরা ৯০০টাকা ও খাওয়া দিতে হচ্ছে। মজুরির মূল্য সহ অন্যান্য উৎপাদন খরচ বাদে কৃষকদের লোকসান হবে বলে অভিযোগ করেছন কৃষকরা। বোরো ফসল ৮০ পার্সেন্ট ধান পেকে গেলে প্রাকৃতিক আবহাওয়ার জন্যে ধান কেটে ফেলা জরুরী কারন যে কোন মুহুর্তে বন্যা সহ আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান এবার বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েও ফসল আরো বৃদ্ধি হয়েছে। কৃষকের প্রতি একর মেশিন দিয়ে ধান কাটলে ৬ হাজার টাকা খরচ লাগে বাজারে ধানের বর্তমান মূল্য কম হলেও পরে ধানের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।

Most Popular

Recent Comments