Monday, May 20, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে সীমান্তবাসী বন্যহাতির আক্রমনে পাকা ধান তছনস

ঝিনাইগাতীতে সীমান্তবাসী বন্যহাতির আক্রমনে পাকা ধান তছনস

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেষা বসবাসকারীদের আসন্ন আমন ফসলের পাকা ধান বন্যহাতির পাল তছনস করে ফেলছে। গারো পাহাড়ের বাসিন্দারা বন্যহাতির ভয়াল থাবা ও হামলা থেকে বাঁচতে চায়। হাতিরপাল থেকে কৃষকের কষ্টে অর্জিত ফসল বাচাঁতে হাতিকে তাড়া করলে অনেকেই হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছেন ইতিপূর্বে। এ নিয়ে দীর্ঘ ৩২ বছরে হাতির আক্রমনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ জনের মতো। আজও এর কোন সমাধান না হওয়ার ফলে বন্যহাতির অত্যাচার ও হামলায় ফসলের মাঠ ও বাড়িঘর তছনস করে কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত করে আসছে বন্যহাতির দল। শুধুমাত্র ফসল নয় বিগত সময় থেকে এ পর্যন্ত ৩৩ জন নিরীহ মানুষকে হাতির পায়ে পিষ্ট হয়ে তাজা প্রাণ দিতে হয়েছে। হাতি নিধনের অনেক কার্যক্রম সরকারী ও বেসরকারী এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ খরচ করা হলেও তা স্থায়ীভাবে কোন কাজে আসেনি। হাতির পাল তাড়াতে সিমান্তবাসীরা রাতের ঘুম হারাম করে দলবদ্ধ হয়ে বাড়িঘর ও ফসলের মাঠ পাহাড়া দিয়েও লাভ হচ্ছে না। ভারতের মেঘালয় রাজ্য থেকে বিগত ৩১ বছর আগে বন্যহাতির একটি দল বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে গারো পাহাড়ে অভয়াশ্রম গড়ে তুলে দিনদিন বংশবৃদ্ধি করছে। আজ হাতির অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সিমান্তবাসী গারো পাহাড়ের এলাকয় বসবাসকারীরা। ভারতের সিমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে হাতির পাল আর ফিরে যেতে না পেরে বাংলাদেশেই থেকে যায়। তাদের খাদ্যের সংকট থাকায় পাল বেধে লোকালয় থেকে বাহির হয়ে এসে ফসলে হামলা চালায়। হাতির দল এখন আগের মতো আর ভয় না পেয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে। পাহাড়ের গজনী, ছোট গজনী,নকশী,তাওয়াকুচা, কাংশা বাকাকুড়া,গরুচরণ দুধনই,পানবর সহ অন্যান্য গ্রামে হাতির পাল বেধে হামলা চালায়। ভূক্তভোগীরা জানায় হাতির অত্যাচারে আমরা অতিষ্ঠ এ থেকে রক্ষা পেতে স্থায়ী ভাবে সমাধানের দাবি জানান এলাকাবাসী। গভীর রাতে হাতিরপাল আক্রমন করে কৃষক ও দিনমুজুরের বাড়িতে হাতি হামলা করে বাড়িঘর তছনস করে ফেলে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভ্ইূয়া জানান সমস্যাটা দীর্ঘদিনের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হাতির বিষয়ে কথা বলে পাহাড়বাসীকে বাচাঁতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments