Monday, May 20, 2024
Homeখেলাধুলাটি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তাওহিদ, তাসকিন ও মেহেদীর বড় লাফ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তাওহিদ, তাসকিন ও মেহেদীর বড় লাফ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের টি ২০ সিরিজ জয়ে অবদান রেখে আইসিসি টি ২০ র‌্যাংকিংয়ে বড় লাফ দিলেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। 

বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি ২০ ব্যাটারদের তালিকায় ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থান ৯০ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে তিনি ম্যাচসেরা হয়েছেন। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১২৭ রান। 

প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানে অপরাজিত থাকা তাওহিদ তৃতীয় টি ২০তে ক্যারিয়ারসেরা ৫৭ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাওহিদ ছাড়া এগিয়েছেন শুধু মাহামুদউল্লাহ। দুই ধাপ এগিয়ে তিনি এখন ৮১ নম্বরে।

টি ২০ বোলারদের র‌্যাংকিংয়ে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদী হাসান এগিয়েছেন সমান ছয় ধাপ করে। প্রথম ম্যাচে ১৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া তাসকিন পরের দুই ম্যাচেও করেছেন দারুণ বোলিং। তিন ম্যাচে মাত্র ৮.৮৩ গড়ে ছয় উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন ২৬ নম্বরে। তাসকিনের রেটিং পয়েন্ট এখন ৫৭২, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। 

দুই ম্যাচে তিন উইকেট নেওয়া হেমেদীও ছয় ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। টি ২০তে বাংলাদেশের বোলারদের মধ্যে এই অফ-স্পিনার রয়েছেন সেরা অবস্থানে। এদিকে তিন ম্যাচে সর্বোচ্চ সাত উইকেট নিলেও এখনো সেরা একশতে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের।

সিরিজের প্রথম তিন ম্যাচে না খেললেও অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধর রেখেছেন সাকিব আল হাসান।

Most Popular

Recent Comments