Sunday, May 19, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত বিজয় ট্রেন চলাচল দাবীতে গণ স্বাক্ষর সংগ্রহ...

দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত বিজয় ট্রেন চলাচল দাবীতে গণ স্বাক্ষর সংগ্রহ শুরু

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেক্স (৭৮৫নং) ট্রেনটি চলাচলের দাবীতে গণ স্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। গত ২ মে থেকে দেওয়ানগঞ্জ পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে গণ স্বাক্ষর গ্রহণ করছেন এলাকাবাসীর পক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিউল হক মান্না ও জাতীয় শ্রমিক লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খান। আন্তঃনগর বিজয় ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত চলাচল করছে অনেক দিন থেকে। ট্রেনটি দেওয়ানগঞ্জ রেল স্টেশন পর্যন্ত না চলাচল করায় এ অঞ্চলের হাজারও যাত্রী সাধারণের দুর্ভোগের শেষ নেই। চট্টগ্রাম মুখী যাত্রী সাধারণ বিভিন্ন মাধ্যমে জেলা সদরের জামালপুর রেল স্টেশনে গিয়ে নানা কষ্ট ভোগের পর টিকিট কেটে চট্টগ্রামে যান। দেওয়ানগঞ্জ তথা পাশর্^বতী উপজেলা বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, রাজিপুর, রৌমারী উপজেলা তথা গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়া জেলার বিভিন্ন এলাকার শতশত যাত্রী সাধারণ দেওয়ানগঞ্জ রেল স্টেশন হতে জামালপুর, ময়মনসিংহ হয়ে ব্যবসায়ীক কাজে যাতায়াত করতে হয় চট্টগ্রামে। দেওয়ানগঞ্জ থেকে ৪৫ কিমি দূরবর্তী জামালপুরে গিয়ে বিজয় ট্রেন ধরে চট্টগ্রাম গমনাগমণে ভোগান্তির শেষ নেই। আন্তঃনগর বিজয় ট্রেনটি যাতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে সেজন্য এলাকাবাসী জামালপুর-১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ এঁর নিকট আবেদন জানালে তিনি জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি রেল কর্তৃপক্ষ সহ সরকারের উপর মহলে যোগাযোগ করবো। পশ্চিম জামালপুর বাসীর একটি প্রধান দাবী চট্টগ্রাম থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেক্স ট্রেনটি দেওয়ানগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যাতে চলাচল করে সেজন্য রেল কর্তৃপক্ষ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

Most Popular

Recent Comments