Monday, May 20, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) র‌্যালী ও আলোচনা

দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) র‌্যালী ও আলোচনা

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। পরে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল্লাহ ও ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার প্রতিনিধি এ,এস,আই মোঃ মাসুদ হাসান, সমাজ সেবা কর্মকর্তা রিয়াজ হাসান, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী মোঃ আব্দুল রাজ্জাক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ, বিল্লাল হোসেন, মোঃ ফারুক, দেলোয়ার হোসেন, শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাবলু ও সংবর্ধিত রবিউল ইসলাম রবিনের পিতা আঃ রহিম। ঐ দিন সম্প্রতি স্পেশাল অলিম্পিকে জার্মানির বার্লিনে ১৭০ দেশের এক আন্তর্জাতিক ম্যাচে লং জাম্প ও দৌড়ে দুইটিতে চ্যাম্পিয়ন হয়ে ২টি স্বর্ণ পদক পাওয়া স্কুলের শিক্ষার্থী রবিউল ইসলাম রবিনকে জাকালো সংবর্ধনা প্রদান করা হয়। অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Most Popular

Recent Comments