Saturday, May 18, 2024
Homeজামালপুরবকশীগঞ্জে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সরকারি গণগ্রন্থাগরে উপজেলা পাট অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এসময় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবদুল হামিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নুর আলম, পাট পরিদর্শক আব্দুল জলিল,উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।

Most Popular

Recent Comments