Saturday, April 27, 2024
Homeজামালপুরশিশুদের খেলার মাঠে না পাঠালে ফার্মের মুরগী হয়ে যাবে-আবুল কালাম আজাদ

শিশুদের খেলার মাঠে না পাঠালে ফার্মের মুরগী হয়ে যাবে-আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ইফতারে পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ অত্র কেন্দ্র শিশু নিবাসীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। বদ্ধ ঘরে আটকে না রেখে নিকটের কোন খেলার মাঠে শিশুদের নিয়ে যেতে হবে নইলে ফার্মের মুরগীর মতো হয়ে যাবে। মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা, ধর্মচর্চা এসব জরুরি। এ বিষয়ের উপর গুরুত্ব দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র বালক শাখায় আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক ও কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক জাফর ইকাবাল জাফু, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভপতি এবং কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, পৌরসভার কাউন্সিলর সলামতউল্লাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, বালিকা শাখার ইন্সাক্টর আউলিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। অনুষ্ঠানে বালক শাখার ৮৭ জন ও বালিকা শাখার ৫৭ জন শিশু অংশ নেন। শিশুরা অতিথিদের হামদ, নাথ ও কনিতা আবৃত্তি করে শোনান। এর আগে সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ অতিথিরা কেন্দ্রটি ঘুরে দেখেন। তারা বিদ্যমান সমস্যা ও চাহিদা পূরণে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

Most Popular

Recent Comments