Sunday, May 19, 2024
Homeআন্তর্জাতিকসোনা চোরাচালানের অভিযোগে আফগান কূটনীতিকের পদত্যাগ

সোনা চোরাচালানের অভিযোগে আফগান কূটনীতিকের পদত্যাগ

দুবাই থেকে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের ২৫ কেজি স্বর্ণ ভারতে পাচারের অভিযোগে পদত্যাগ করেছেন মুম্বাইয়ের আফগান কনসুল জেনারেল জাকিয়া ওয়ারদাক। 

জানা গেছে, ভারতের জ্যেষ্ঠ আফগান কূটনীতিক ছিলেন তিনি। এই কূটনীতিক ঘটনাকে তার বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ ও মানহানি’ বলে দাবি করেছেন জাকিয়া। 

তিনি বলেছেন, আফগানিস্তানের একমাত্র নারী কূটনীতিক হওয়ায় তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। 

এপ্রিলের শেষ সপ্তাহে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই বিমানবন্দরে জাকিয়া ওয়ারদাককে সোনাসহ আটক করেছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণ জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়নি। কারণ তিনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধীনে রয়েছেন।

আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন জাকিয়া। পরে ২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতায় আসে। ভারত এখনো ঘানি সরকারের নিয়োগ করা কূটনীতিকদের সঙ্গেই কাজ করে।

Most Popular

Recent Comments