নিজস্ব সংবাদদাতা : “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, বদলে দেয়, দেহ ও মন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিগপাইত ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ ফেব্র“য়ারি) দুপুরে দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। এতে স্বাগত বক্তব্য রাখেন দিগপাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা ইয়াসমিন। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সভাপতি মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহির উদ্দিন তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উপদেষ্টা আমিনুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দিগপাইত ইউনিয়ন পর্যায়ে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করে। মুরগযুদ্ধ, দড়িলাফ, বিস্কুটদৌড় ও একশত মিটার দৌড় সহ ১৩টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।