জামালপুরের মেলান্দহে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মন্টু মিয়া (৫৫)। নিহত মন্টু মিয়ার বাড়ি মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামে।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেলান্দহগামী যাত্রীবাহী বাসটি উপজেলা কৃষি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মন্টু মিয়ার মৃত্যু হয়। তবে ইজিবাইকে কোনো যাত্রী ছিল না। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে চালককে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।