নিজস্ব সংবাদদাতা : মানসম্মত শিক্ষায় শিখন-শেখানোর গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিখন-শেখানোর দক্ষতার উন্নয়ন ঘটাতে জামালপুর জেলার সদর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আয়োজনে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২৫ আগষ্ট সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ কক্ষে জামালপুর সদর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। প্রশিক্ষণ উদ্বোধন করেন উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন খান। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জিয়াউল সহকারী শিক্ষা কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ। প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো: রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল প্রমূখ। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ। কর্মসূচির ধারণা পত্র উপস্থাপন করেন সিডসের শিক্ষা কর্মকর্তা মো: সায়েদুল ইসলাম,মনিটরিং অফিসার মো; মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা সমন্বয়কারী মো: হামিদুল ইসলাম। উল্লেখ, ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচিরটি নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে জামালপুরে গত ছয় বছর যাবৎ বাস্তবায়িত হচ্ছে।
Related Posts
ইসলামপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- AJ Desk
- March 18, 2024
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম […]
ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক সভা
- AJ Desk
- May 15, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক […]
সেনা বাহিনীর সহায়তায় কাজে ফিরলেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পুলিশ, স্বস্তিতে সাধারণ মানুষ
- AJ Desk
- August 11, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা ; কোটা আন্দোলন ঘিরে পুলিশের সদস্যদের ব্যাপক হতাহতের ঘটনায় সারাদেশে অধস্তন পুলিশ সদস্যরা […]