Sunday, May 5, 2024
Homeজামালপুরবাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুর-শেরপুর বাইপাস রোড সংলগ্ন তানিয়া সাজ ঘর মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জেলা শাখা। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ হোসেন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, উপদেষ্টা মন্ডলির সদস্য বেনজির আহম্মেদ, সহ-সভাপতি মোঃ আঃ আজিজ, সহ-সভাপতি মোঃ সেলিম মোল্লাহ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রমুখ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান বাদশার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী ঝন্টু দাস, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, আলী হোসেন, মনির হোসেন, কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সহ-কোষাধ্যক্ষ রোকন মিয়া, দপ্তর সম্পাদক সোহাগ মিয়া, যুগ্ম-দপ্তর সম্পাদক মোঃ সবুজ, তথ্য ও পরিদর্শন সম্পাদক আনোয়ার হোসেন, সহ-তথ্য ও পরিদর্শন সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা মোছাঃ সবিতা বেগম, যুগ্ম- মহিলা সম্পাদিকা শ্রীমতি বিউটি রানী দাসসহ নবগঠিত জেলা কমিটির অন্যান্য উপদেষ্টা মন্ডলির সদস্য, কর্মকর্তা ও সদস্য বৃন্দ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হোসেন আলী বলেন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখা মূলত গঠিত হয়েছে এর নিজেস্ব গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনে সাথে সম্পৃকত প্রতিটি শিল্পি, কলাকৈশলী, সাজ ঘর মালিক বা সদস্যদেরকে যাত্রাশিল্পের মান উন্নয়ন ও এই কর্মে সামাজিকতা বজায় রেখে সকল সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত করা। এই সংগঠনের সাথে সম্পৃক্ত কোন সাংস্কৃতিক শিল্পি অসামাজিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকবেনা ও কোন অসামাজিক কার্যকলাপকে সমর্থন করবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখা নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জেলায় আরও একটি ভূয়া কমিটির কথা শুনা যাচ্ছে। প্রকৃত অর্থে সেই কমিটির কোন বৈধতা নেই। ভূয়া কমিটি যদি কোন প্রকার অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত হয় তাহলে তার দায় ভার আমরা নেবনা। তারা যদি কোথাও কোন প্রকার অসামাজিক কার্যকলাপ বা সাংস্কৃতিক ও সমাজ বিরোধী অশ্লীল কোন কাজে লিপ্ত হয় তাহলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষকে তাদের প্রতিহত করার অনুরোধ জানান তিনি। তিনি বলে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার মূল কমিটি হলো আমাদের কমিটি। অন্যকোন ভূয়া কমিটির সাথে যাত্রাশিল্পের কোন শিল্পী, কর্মী, সাজ ঘর মালিকদের সম্পৃক্ত না থাকার অনুরোধ জানান তিনি। সকলকে এক সংগঠনে সম্পৃক্ত থেকে সকল কার্যক্রম পরিচালনার আহবানও জানিয়েছেন সংগঠনের সভাপতি হোসেন আলী।

Most Popular

Recent Comments