জামালপুর কমউটার ট্রেন নরুন্দি-নান্দিনা মাঝপথে এসে ইঞ্জিন বিকল : যাত্রীদের চরম দুর্ভোগ

জাহাঙ্গীর আলম : দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন মাঝ পথে এসে বিকল হয়ে পড়ে গতকাল সোমবার ১৮ মার্চ ভোরে নান্দিনা-নরুন্দি রেলস্টেশনের মাঝামাঝি কোচনধরা এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে প্রায় আড়াই ঘন্টা জামালপুর-ময়মনসিংহ- ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। কর্তব্যরত নরন্দি রেলস্টেশনে মাস্টার মাহমুদুল হক জানান সঠিক টাইমে নান্দিনা থেকে ছেয়ে আসে জামালপুর কমিউটার ট্রেন ৪০ মিনিট পার হওয়ার পরেও নরুন্দি স্টেশনে না পৌছালে নান্দিনা স্টেশনে যোগাযোগের চেষ্টা করলে তারা জানে ট্রেন চলে গেছে কর্তব্যরত ড্রাইভার উদ্ধতন কর্মকর্তা মুঠোফোনে জানায় নরুন্দি পৌছানো আগ মুহূর্তে মাঝপথে ইঞ্জিল বিকল হং উদ্বোধন কর্মকতা দ্রুত নরুন্দি রেল স্টেশনে কন্ট্রোলার মাধ্যমে স্টেশন মাস্টারকে অবহিত করে মংমনসিং থেকে বিকল্প ইঞ্জিন এসে লাইন ক্লিয়ার করে পিছনে আটকে থাকা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস থ্রু পাস করে পরে নষ্ট ইঞ্জিন নরুন্দি রেল লোপ লাইনে রেখে জামালপুর কমিটার ট্রেনটি ছেড়ে যায় সকাল পৌনে নয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।