নিজস্ব সংবাদদাতা : গত ৪ অক্টোবর শনিবার জামালপুর জিলা স্কুল ক্যাম্পাসে জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভোটি হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হোক। সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান বাপ্পী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক হারুনুর রশিদ পেয়েছেন ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবিএম মাকসুদুর রহমান সোহেল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল ইসলাম বুলবুল পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম রেজা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ পেয়েছেন ৩৯ ভোট।
জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
