Sunday, May 5, 2024
Homeজামালপুরজামালপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে সমাজসেবার প্রশিক্ষণ

জামালপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে সমাজসেবার প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা : সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের জীবনমান উন্নয়নে ১৫দিনব্যপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। প্রশিক্ষণকালিন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের তৈরি কাপড় ও পাটজাত পণ্য দেখে জেলা প্রশাসক ভূয়শী প্রশংসা করেন। তিনি তাদের উৎপাদিত পন্যসামগ্রী বাজারজাতকরণে এবং পুঁজি সরবরাহে ব্যাংক ও অন্যন্য প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনে সবধরণের সহায়তা করার আশ্বাস দেন। পাশাপাশি পণ্য প্রদর্শনী কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তার আশ্বাস দেন। সমাজসেবার এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসক শফিউর রহমান সমাজসেবাকে আহ্বান জানান। প্রশিক্ষণ পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষকগণ।

Most Popular

Recent Comments