ঝিনাইগাতীর মানুষ ভূমি সেবা পেতে যেন হয়রানির শিকার না হয়: বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মানুষ ভূমি সেবা পেতে যেন হয়রানির শিকার না হয়। জনসাধারণের ভূমি সেবা দিতে আমরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার হোসেন। তিনি গতকাল ২৭ মে মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী ভূমি মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসাবে যোগদান করে এসব কথা বলেন। এর আগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ,নলকুড়া ইউনিয়ন পরিষদ ও সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা উপজেলায় কর্মরত সরকারের কর্মকর্তাগন তার সফর সাথী হিসাবে উপস্থিত ছিলেন। সকালে ভুমি মেলার সপাপ্ত দিনে নাটিকা প্রদর্শণ ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ অফিসের সকল কর্মকর্তা সহ এলাকাবাসীরা মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন।