খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দূর্নীতি প্রতিরোধ কমিটি জামালপুরের উপ-পরিচালক মলয় কুমার সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ সহকারী পরিচালক মোঃ আতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসানুল হাবীব, সাবেক জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মদন মোহন ঘোষ, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, নারী নেত্রী তাহমিনা বেগম সহ অন্যান্য। এ প্রতিযোগিতায় উপজেলার ৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দূর্নীতি নির্মূল করা কোনোক্রমেই সম্ভব নয়’ এই চূড়ান্ত বিতর্কে প্রথম স্থান লাভ করে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন, সামিহা জান্নাত, সামিয়া জান্নাত, জামিন আদিবা। এর মধ্যে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয় সামিয়া জান্নাত।
Related Posts
বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে জয়ী নজরুল ইসলাম, শাহজালাল ও জহুরা
- AJ Desk
- May 22, 2024
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের […]
মেলান্দহে নতুন বছরে বই বিতরণ
- AJ Desk
- January 2, 2025
মেলান্দহ সংবাদদাতা ; জামালপুরের মেলান্দহে ইংরেজি নববর্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী […]
নকলার সেই এসিল্যান্ডকে জামালপুরে বদলি
- AJ Desk
- April 15, 2024
দেশ রূপান্তর নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দেওয়া শেরপুর নকলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড […]