দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচন ৯ মার্চ ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারন আসনের নির্বাচন আসছে ৯ মার্চ ২০২৪ শনিবার। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার মোঃ মোক্তার হোসেন নয়াদিগন্তকে জানান, বাহাদুরাবাদ ইউপি নির্বাচন এর সময়সূচীর বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, মনোনয়ন পত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ভোট গ্রহণের তারিখ ৯ মার্চ ২০২৪ শনিবার। তিনি আরও জানান, উল্লেখিত ইউপি নির্বাচন ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন এবং সাধারন সদস্য পদে ৩৩ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বাহাদুরাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন, এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১১৮ এবং নারী ভোটার ১৪ হাজার ৫৬৪ জন। প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই ছুটে যাচ্ছেন ভোটার ও এলাকাবাসীদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট ও দোয়া। রির্টানিং অফিসার মোঃ মোক্তার হোসেন ও সহকারি রির্টানিং অফিসার এ কে এম মুসা নয়াদিগন্তকে জানান, আসছে ৯ মার্চ বাহাদুরাবাদ ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।