গত ২২ মার্চ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় “মিথ্যা মামলায় হাজতবাসের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন” শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন মামলার বাদী ফারজানা আক্তার সবুজা তিনি বলেন আমার ক্রয়কৃত সম্পদ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। যার কারনে বিভিন্ন সময় সামাজিক ভাবে সালিশ বিচার করা হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনে বক্তব্যদানকারী ইতি আক্তার ও পরিবারের সদস্যরা বিচার না মেনে উল্টো আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য মামলাসহ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে যে মামলার কথায় হাসানকে হাজতবাস এর কথা বলা হয়েছে সেই মামলাটির বাদী আমি নই। ঐ মামলার বাদী বৃষ্টি আক্তার নামের এক নারী। সংবাদ সম্মেলনে আমার মামলা নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটাও সঠিক নয়। মামলা বর্তমানে বিচারাধীন আছে। আদালত বিচারের মাধ্যমে রায় দিবে মামলাটি মিথ্যে না সত্য। তাই উক্ত প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ায় জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ফারজানা আক্তার সবুজা পিতা সোবাহান শেখ, গ্রাম-পশ্চিম ফুলবাড়ীয়া, জামালপুর।