নিজস্ব সংবাদদাতা ; আত্ম মানবতার সেবায় ফেনী ও নোয়াখালী বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন জামালপুর। গত ২৬ আগষ্ট বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দূর্গত মানুষের সাহার্য্যে ৯০০প্যাকেট ত্রান নিয়ে ছুটে গেছেন ফেনী ও নোয়াখালীতে । ত্রাণ বিতরন সহ অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে । স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি সামিউল ইসলাম জানান, গত ২৬আগষ্ট ৯শ প্যাকেট ত্রান নিয়ে ৮জন করে সদস্য নিয়ে তিনটি ভাগে মোট ২৪জনের একটি স্বেচ্ছা সেবী টিম ফেনীর দাগন ভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নে যান । সেখানে তারা ৬শ প্যাকেট ত্রাণ বিতরন করেন । বাকী ৩শ প্যাকেট ত্রাণ তারা নোয়াখালী বন্যা দূর্গত এলাকায় বিতরন করেন। সামিউল ইসলাম আরো জানান, ত্রাণের মধ্যে ছিল চাল,ডাল,মুড়ি, চিড়া,গুড়, বিস্কুট ,খাবার স্যালাইন,মোমবাতি,স্যানেটানী প্যাড ও সুপেয় পানি। এ সময় বন্যা দূর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেন বেসরকারী স্বেচ্ছা সেবী সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইব্রাহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সায়ফন্ত ফারদিন সানবি, পিয়াল হাসান, বাধঁন, রাব্বি, আয়শা সিদ্দিকা লিপি, দিপঙ্কর চন্দ্র মন্ডল প্রমুখ। স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রাকৃতিক দূর্যোগে এর আগেও মানুষের পাশে দাড়িয়েছে কাজ করছে তাদের নিয়ে। নতুন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে তারা কাজ করতে চায়। পাশাপাশি দেশের চলমান দূর্যোগে দেশের বিত্তবান এগিয়ে আসার আহবান জানান।
Related Posts
দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটির গণ ইফতার বিতরণ
- AJ Desk
- April 9, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে গণ ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। গত […]
বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
- AJ Desk
- April 21, 2024
মোহাম্মদ আলী : বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করলেন, […]
ঝিনাইগাতীতে একই দিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত
- AJ Desk
- March 10, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার একইদিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার […]