বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সোমবার (৩ এপ্রিল) দুপুরে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের কম্বল মিয়াকে এসব বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান উপস্থিত ছিলেন।