Thursday, September 28, 2023
Homeজামালপুরবকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ওপর হামলা ও মারধর

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ওপর হামলা ও মারধর

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকায় এঘটনা ঘটে। হামলায় আহত নাদিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে একদল চিহ্নিত দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং ব্যাপক মারধর করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনার পরই আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য। এঘটনায় গতকাল বুধবার ১২ এপ্রিল বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক নাদিম। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments