Wednesday, May 1, 2024
Homeজামালপুরবকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে ৫ ফেব্র“য়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে দিবসটি উপলক্ষে সোমবার বিকালে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুতাসিম বিল্লাহ রুবেল, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক নার্গিস সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বিআরডিবি কর্মকর্তা কাজী শোয়াইব আজমী। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০২৩ সালের শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ও ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments