হুমায়ুন কবির : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে আশার আলো সমিতির মালিক মোঃ শফিউল আলম (কামরুল) পিতা, জলিল আকন্দ মাষ্টার। তিনি বিভিন্ন লোপ লালসা দেখিয়ে তার সমিতিতে টাকা জমা রাখার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করেন। নিয়োগকৃতরা উক্ত উপজেলার প্রায় দুইশত পরিবারকে আশার আলো সমবায় সমিতিতে টাকা জমা রাখতে বলেন। প্রথমে কিছু গ্রাহককে প্রতি মাসে জমাকৃত টাকার লাভ দিত। সমিতির মালিকের আচরণ দেখে অনেকেই জমাজমি বিক্রি করে আশার আলো সমিতিতে টাকা জমা রেখেছে। জমাকৃত টাকার পরিমান প্রায় ১০ কোটি। কয়েক মাস ধরে সমিতির মালিক সমিতির অফিস বন্ধ করে গা-ঢাকা দিয়েছে। সমিতির মালিককে না পাওয়ায় গ্রাহকেরা দিশে হারা হয়ে পড়েছে। ওই সমিতির সদস্যা আযসা বেগম বলেন যে তার মেয়ের স্বামি প্রবাসে থাকে মেয়ে সমিতিতে দুই লক্ষ টাকা জমা রেখেছে। সেই টাকার জন্য মেয়ের স্বামী তার মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। আরও অভিযোগ রয়েছে প্রশাসনকে জানানোর পরেও তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। মাদারগঞ্জে উপজেলায় আশার আলো সমবায় সমিতি ছাড়াও আরও কয়েকটি সমবায় সমিতি রয়েছে। তারাও গ্রাহকের কয়েক হাজার কোটি টাকানিয়ে র্দীঘ দিন ধরে টালবাহনা করতেছে। উক্ত বিষয় নিয়ে এই উপজেলায় বড় ধরনের রক্তক্ষয়ীর ঘটনা ঘটতে পারে।
Related Posts
জামালপুরে ভটভটি চাপায় যুবকের মৃত্যু
- AJ Desk
- January 25, 2024
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (ইঞ্জিন চালিত ভ্যান) চাপায় জুয়েল (২২) নামে আহত এক যুবকের […]
জামালপুরে কলেজ ছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন কারাদন্ড
- AJ Desk
- February 14, 2024
স্টাফ রিপোর্টার : জামালপুরে কলেজ ছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার […]