Friday, May 3, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে আশার আলো সমবায় সমিতির অর্থ আত্মসাৎ প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন

মাদারগঞ্জে আশার আলো সমবায় সমিতির অর্থ আত্মসাৎ প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন

হুমায়ুন কবির : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে আশার আলো সমিতির মালিক মোঃ শফিউল আলম (কামরুল) পিতা, জলিল আকন্দ মাষ্টার। তিনি বিভিন্ন লোপ লালসা দেখিয়ে তার সমিতিতে টাকা জমা রাখার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করেন। নিয়োগকৃতরা উক্ত উপজেলার প্রায় দুইশত পরিবারকে আশার আলো সমবায় সমিতিতে টাকা জমা রাখতে বলেন। প্রথমে কিছু গ্রাহককে প্রতি মাসে জমাকৃত টাকার লাভ দিত। সমিতির মালিকের আচরণ দেখে অনেকেই জমাজমি বিক্রি করে আশার আলো সমিতিতে টাকা জমা রেখেছে। জমাকৃত টাকার পরিমান প্রায় ১০ কোটি। কয়েক মাস ধরে সমিতির মালিক সমিতির অফিস বন্ধ করে গা-ঢাকা দিয়েছে। সমিতির মালিককে না পাওয়ায় গ্রাহকেরা দিশে হারা হয়ে পড়েছে। ওই সমিতির সদস্যা আযসা বেগম বলেন যে তার মেয়ের স্বামি প্রবাসে থাকে মেয়ে সমিতিতে দুই লক্ষ টাকা জমা রেখেছে। সেই টাকার জন্য মেয়ের স্বামী তার মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। আরও অভিযোগ রয়েছে প্রশাসনকে জানানোর পরেও তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। মাদারগঞ্জে উপজেলায় আশার আলো সমবায় সমিতি ছাড়াও আরও কয়েকটি সমবায় সমিতি রয়েছে। তারাও গ্রাহকের কয়েক হাজার কোটি টাকানিয়ে র্দীঘ দিন ধরে টালবাহনা করতেছে। উক্ত বিষয় নিয়ে এই উপজেলায় বড় ধরনের রক্তক্ষয়ীর ঘটনা ঘটতে পারে।

Most Popular

Recent Comments