মেলান্দহে বন্যা পরিস্থিতির অবনতির

মেলান্দহ সংবাদদাতা ; জামালপুরের মেলান্দহে গত ৭২ ঘন্টায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। মেলান্দহ সদর এবং আশপাশ এলাকা ছাড়া নি¤œাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ৩ দিন যাবৎ মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। মেলান্দহ থেকে মাদারগঞ্জ-মহিষবাথান-নইলের ঘাট সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পুকুরের মাছসহ ফসলাদির ক্ষতি হয়েছে। সাদিপাটি-পচাবহেলা এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। বন্যার্তরা নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। গো-খাদ্যের সংক দেখা দিয়েছে। পিআইও আবদুর রাজ্জাক জানিয়েছেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। প্রশাসনিকভাবে সর্বত্রই মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে ৩শ’ বস্তার ফুট প্যাকেট বরাদ্দ দিয়েছে।
মেলান্দহ কোটা বিরোধী বিক্ষোভ-সড়ক অবরোধ
মেলান্দহ সংবাদদাতা
কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্¦বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার ৭ জুলাই বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা বিরোধী বিক্ষোভ মিছিলটি বের হয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ বাজারে সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকারিরা সারাবাংলা খবর দে, কোটা প্রথা কবর দে শ্লোগানে মুখরিত করে। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী লিটন মিয়া।