Sunday, May 19, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে নওশের আলী হত্যায় জড়িত আ.লীগ নেতার বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ...

মাদারগঞ্জে নওশের আলী হত্যায় জড়িত আ.লীগ নেতার বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার ব্যবসায়ী নওশের আলীর হত্যাকারী আওয়ামী লীগ নেতার বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে নিহতের পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নিহত নওশের আলীর ছেলে মো: আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে গত ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের ঠাকুরবাড়ি মোড়ে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর নেতৃত্বে রায়হান কিবরিয়া রিমন, আবুল হোসেন, রবিউল ইসলামসহ সন্ত্রাসী বাহিনী সার ও কিটনাশক ব্যবসায়ী নওশের আলী এবং ছেলে আব্দুল্লাহর উপর অতর্কিত হামলা করে। এতে নওশের আলী গুরুত্বর আহত হন, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর আদালতে মামলা করেন নিহতের ছেলে মো: আব্দুল্লাহ। মামালার অন্যতম আসামী রায়হান কিবরিয়া রিমন গ্রেফতার হলেও পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে এসে ভূক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। এই অবস্থায় পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুসহ সকল আসামীর বিচার ও ফাঁসি দাবি জানান। সংবাদ সম্মেলনে নওশের আলীর স্ত্রী কমলা বেগম, মেয়ে ইয়াসমীন নাহার লায়লা ও ছেলে আব্দুল্লাহ বক্তব্য রাখেন, এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments