Wednesday, May 1, 2024
Homeখেলাধুলাঅধিনায়ক শান্তকে যে পরামর্শ সাকিবের

অধিনায়ক শান্তকে যে পরামর্শ সাকিবের

গেল মাসের ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে একসাথে সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটার। সাকিব আগেই জানিয়েছেন, খুব শীঘ্রই নিজেকে গুটিয়ে নিতে শুরু করবেন ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে। টাইগার ক্রিকেটে পাণ্ডবদের অধিনায়কের পর্বটাও শেষ হয়েছে এর মাধ্যমেই। 

নতুন করে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরের জন্য তিনিই থাকছেন তিন ফরম্যাটের অধিনায়ক। আজ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শান্ত অধ্যায়ের সূচনা হবে।

তবে নতুন অধিনায়ক হওয়া শান্তকে টোটকা দিতে ভুল করেননি সাকিব। গতকাল নিজের নামে ব্রান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় নতুন অধিনায়ককে পরামর্শ হিসেবে বলেন, ‘সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে ততো চিন্তা বাড়বে ওর।’ 

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ উতরে যাবে বিশ্বাস সাকিবের, ‘চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম। এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।’ 

এছাড়া নিজের ব্র্যান্ড নিয়ে সাকিব বলেন, ‘আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে। আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।’ 

Most Popular

Recent Comments